জনসংখ্যা কিভাবে বৃদ্ধি পায়?

একটি এলাকায় একদিকে যেমন শিশুর জন্ম হয় অপরদিকে নানা বয়সের লোক মৃত্যুবরণ করে। কোন একটি এলাকায় শিশু জন্মহার ও মৃত্যুহার সমান হলে ওই এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পাবে না। কিন্তু একটি এলাকায় যে কয়জন লোক মৃত্যুবরণ করে তার চেয়ে জনসংখ্যা যদি বেশি হয় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পাবে। জনসংখ্যা বৃদ্ধি পাওয়া না পাওয়া দুটি অবস্থার উপর নির্ভর করে। তা হলো বহির্গমন ও বহিরাগমন। বহির্গমন এর ফলে একটি দেশের জনসংখ্যা কমে যায়। আর বাহির থেকে লোক আগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়।