প্রশ্নঃ জড়বাদের প্রকৃতি ব্যাখ্যা কর।

অথবা, জড়বাদের ৫টি বৈশিষ্ট্য লেখ।

ভূমিকাঃ যথার্থ দর্শনের প্রথম সমস্যা হলাে জড়ের প্রকৃতি নিরূপণ করা। জড়ের প্রকৃতি নিরূপণ করতে গেলেই জড়ের গুণকে জানতে হবে। জড়ের প্রকৃতি নিরূপণ করতে গিয়ে আমরা বিভিন্ন যুগের দর্শনে জড় সম্পর্কে বিভিন্ন মতামত পাব। দর্শনের জন্মকাল থেকেই জড়ের প্রকৃতি নির্ণয়ের চেষ্টা চলে আসছে। আজ এ প্রচেষ্টা শেষ হয়েছে এটা বলা চলে না। বস্তুত জ্ঞান, বুদ্ধি ও জাগতিক উন্নতির সাথে সাথে এবং সভ্যতার বিকাশের সাথে সাথে জড়ের প্রকৃতি নির্ণয়ের সমস্যাটাও জটিল থেকে জটিলতর হচ্ছে।

জড়বাদের প্রকৃতি বা বৈশিষ্ট্যঃ জড়বাদীরা তাদের বক্তব্যের স্বপক্ষে একাধিক যুক্তি উপস্থাপন করেন।

(১) জড়বাদীরা প্রত্যক্ষণকেই একমাত্র প্রমাণ বলে মেনে নেন। যা প্রত্যক্ষের বিষয় নয় তার অস্তিত্ব স্বীকার করা চলে। জড়কেই প্রত্যক্ষ করা যায়।

(২) জড়বাদ জগতের বিভিন্ন ঘটনাবলির পারস্পরিক সম্পর্ককে কার্যকারণ সম্পর্কের দ্বারাই ব্যাখ্যা করে। জড় ও গতির ক্রিয়া যান্ত্রিকভাবেই সম্পন্ন হয়। জড় ও গতির মধ্যে কোনাে উদ্দেশ্য বা আদর্শ নেই।

(৩) জড়বাদীরা শক্তির নিত্যতা নিয়মে বিশ্বাসী। জগতের বস্তুগুলাের কোনাে গুণগত পার্থক্য নেই। তাদের কেবল রূপগত ও পরিমাণগত পার্থক্য আছে।

(৪) জীবন বা প্রাণের উদ্ভব জড় থেকেই। জড়ের সঙ্গে জীবনের কোনাে গুণগত পার্থক্য নেই। জড়ের তুলনায় প্রাণ জটিল।

(৫) মন বা চৈতন্য জড় থেকেই উদ্ভূত। মস্তিষ্কের কোনাে স্বাধীন চেতনা প্রক্রিয়ার অস্তিত্ব নেই। জড় প্রকৃতই বস্তু।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, জড় হলাে জাগতিক বস্তুর মূল উপাদান। জাগতিক বস্তুর পরিবর্তন সাধিত হতে পারে– কিন্তু জড়ের কোনাে পরিবর্তন সাধিত হয় না। কেননা, জড় হচ্ছে জাগতিক বস্তুর মৌলিক উপাদান। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, কোনাে একটি ফুল বা ফল মাটিতে ঝরে পড়তে পারে। কিন্তু ফুলের এই পরিবর্তন সত্ত্বেও আমরা ধারণা করি না যে, ফুলের উপাদান বিনষ্ট হয়েছে। জড় যেমন জাগতিক বস্তুর একটি প্রধান বৈশিষ্ট্য, তেমনি জড়ের প্রধান বৈশিষ্ট্য হলাে এই যে, জড় স্থায়ী ও সর্বব্যাপক।