রেজিঃ এ/ডি সহ ডাকযোগে প্রেরিত
প্ৰাপক
নামঃ
ঠিকানাঃ
পক্ষে
নামঃ
ঠিকানাঃ
হইতে
তানভীর মাহমুদ
এডভোকেট
জজ কোর্ট, ঢাকা
বিষয় : দি নেগোসিয়বল ইন্সট্রুমেন্ট এ্যাক্ট ১৮৮১ (সংশোধন আইন, ১৯৯৪ ও ২০০০ এর সর্বশেষ সংশোধনী ২০০৬ ইং)-এর ১৩৮/৪০ ধারার নোটিশ।
জনাব
আমার উপরোক্ত মক্কেলের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত হইয়া আপনাকে নোটিশ প্রদান করা যাইতেছে যে, ৩০ দিনের মধ্যে পরিশোধ করে চেক ফেরত নিবেন। অন্যথা এনআই এ্যাক্টের ১৩৮/৪০ ধারা মোতাবেক মামলা করার নির্দেশনা আছে।
বি: দ্র: নোটিশের এক কপি ভবিষ্যত কার্যক্রম ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমার দপ্তরে রাখা হলো।
স্বাক্ষর
(তানভীর মাহমুদ)
এডভোকেট জজ কোর্ট, ঢাকা
Leave a comment