প্রশ্নঃ চুক্তি কি? চুক্তি ও সম্মতির মধ্যে পার্থক্য দেখাও।

চুক্তির সংজ্ঞাঃ বাংলাদেশে প্রযোজ্য, ১৮৭২ সালের চুক্তি আইনের ২(জ) ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হইয়াছে। সেখানে বলা হয়েছে যে, আইনে বলবৎযোগ্য সন্মতি হচ্ছে চুক্তি। (An Agreement enforceable by law is a Contract.)

বৃটিশ কমন ল’য়েও অনুরূপ সংজ্ঞা দেখা যায় স্যামন্ডের (Salmond) মতে, সংশ্লিষ্ট পক্ষগুলির মধ্যে দায় দায়িত্ব সৃষ্টি করে ও নির্ণয় করে এমন সম্মতিকে (Agreement) চুক্তি বলে। (A contract is an agreement creating and defining obligations between the parties.) 

স্যার ফ্রেডারিক পোলকের (Pollck) সংজ্ঞানুসারে, আইনে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলা যেতে পারে। (Every agreement and promise enforceable at law is a contract.) 

এ্যানসন (Anson) তার চুক্তি আইন গ্রন্থে এই মর্মে বর্ণনা করেনঃ চুক্তি হলো দুই বা ততোধিক ব্যাক্তির মধ্যে প্রতিষ্ঠিত এমন এক অঙ্গীকার যা আইনের দ্বারা বলবৎ করা যায় এবং যার ফলে এক বা একাধিক ব্যক্তি, অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গ কর্তৃক কোন কাজ করা বা করা হতে বিরত রাখার অধিকার অর্জন করে। ((A contract is an agreement enforceable at law made between two or more persons by which rights are acquired by one or more to act or forbearance on the part of the other.)

এই সংজ্ঞাগুলি বিশ্লেষণ করলে দেখা যায় যে, দুটো বৈশিষ্ট্যের প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। এগুলি হচ্ছে যে, পক্ষগণের মধ্যে মতৈক্য বা সম্মতি থাকতে হবে এবং সেই সম্মতি আইনের দ্বারা বলবৎযোগ্য হতে হবে।

একরার (সম্মতি) ও চুক্তির মধ্যে পার্থক্য (Distinction between Agreement and Contract): একবারের ইংরেজি প্রতিশব্দ Agreement এবং চুক্তির প্রতিশব্দ Contract এবং দুটি শব্দই বাণিজ্যিক ক্ষেত্রে ও অন্যান্য আর্থিক লেনদেনে বহুল প্রচলিত আপাতদৃষ্টিতে এগুলি একই অর্থ বোধক প্রতীয়মান হয় ৷ কিন্তু আইনগত দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করলে এদের মধ্যে যথেষ্ট পার্থক্য পরিলক্ষিত হয়। এগুলি মোটামুটি নিম্নরূপ-

(১) ১৮৭২ সালের চুক্তি আইনের ২ (ক) ধারায় একরারের এবং ২ (জ) ধারায় চুক্তির সংজ্ঞা প্রদান করা হয়েছে। কাজেই চুক্তি আইনে এদের পৃথক সত্তা স্বীকৃত হয়েছে।

(২) প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী পরস্পরের মধ্যে প্রতিদান গঠন করতে পারে এরূপ প্রতিশ্রুতিগুচ্ছকে একরার বলে। (Every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement) যে সকল একরার আইনে বলবৎযোগ্য সেগুলি চুক্তি (Agreement enforceable by law is a Contract.)

(৩) প্রদত্ত সংজ্ঞা হতে বোঝা যায় যে, একরার চুক্তি পূর্ববর্তী পর্যায় বা চুক্তির ভিত্তি। চুক্তি একবারের পরবর্তী পর্যায়। অর্থাৎ একরার হচ্ছে শ্রেণীবর্গ (genus) এবং চুক্তি হচ্ছে শাখা (species)।

(8) কোন এক পক্ষ অপর পক্ষের নিকট কোন কাজ করা বা করা হতে বিরত থাকার ইচ্ছা প্রকাশ করলে এবং অপর পক্ষ এতে সম্মত হলে তাদের মধ্যে এক প্রতিশ্রুতির (Promise) সৃষ্টি হয়। এই প্রতিশ্রুতির সমর্থনে যদি পারস্পরিক প্রতিদান থাকে তবে তা অঙ্গীকারে বা একরারে (Agreement) পরিণত হয়। পক্ষান্তরে, এইরূপ অঙ্গীকার যদি চুক্তি আইনের ১০ ধারায় বর্ণিত উপাদানগুলি বর্তমান থাকে তবে তা চুক্তিতে পরিণত হয়। উক্ত ধারার বিধান মতে, অঙ্গীকার ছাড়াও যে সকল উপাদান প্রয়োজন তা হচ্ছে- পক্ষগণের স্বাধীন সম্মতি পক্ষপণের আইনগত যোগ্যতা, চুক্তির বৈধ উদ্দেশ্য ও প্রচলিত কোন আইনে এরূপ চুক্তি বাতিল ঘোষণা করা হয় নাই এমন ৷

(৫) অতএব একরারের সৃষ্টি হয় পণযুক্ত পারস্পরিক প্রতিশ্রুতির মাধ্যমে। পক্ষান্তরে, চুক্তির সৃষ্টি হয় আইনের দ্বারা বলবৎযোগ্য সম্পত্তির মাধ্যমে।

(৬) একরার হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির কোন বিষয়ে একই অর্থে ঐকমত্য পোষণ। পক্ষান্তরে, চুক্তি হচ্ছে পক্ষগণের ঐকমত্য ও পারস্পরিক আইনগত বাধ্য বাধকতা (Obligation)।

(৭) একবারের অপরিহার্য উপাদান হচ্ছে প্রস্তাব, গ্রহণ ও প্রতিদান। চুক্তির জন্য প্রয়োজনীয় উপাদান হচ্ছে প্রস্তাব, গ্রহণ ও বৈধ প্রতিদান ছাড়াও পক্ষগণের স্বাধীন সম্মতি, আইনগত সামর্থ, বৈধ উদ্দেশ্য এবং অন্য কোন আইনে নিষিদ্ধ নয় এমন। 

(৮) শুধুমাত্র একরার আইনের দৃষ্টিতে মূল্যহীন, কেননা এতে কোন আইনগত বাধ্যাবাধকতা থাকে না। ক যদি খ এর নিকট একত্রে সিনেমা দেখার প্রস্তাব দেয় এবং খ যদি উক্ত প্রস্তাব গ্রহণ করে তবে তাদের মধ্যে এক প্রতিশ্রুতির সৃষ্টি হয় এবং এর সমর্থনে যদি পারস্পরিক প্রতিদান থাকে তবে তাদের মধ্যে একবারের সৃষ্টি হয়। কিন্তু এতে আইনগত কোন বাধ্যবাধকতা থাকে না। তাই আইন বলে ইহা কার্যকর করা যায় না।

যে সকল একরারে আর্থিক লেনদেন জড়িত, সেক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি হয় এবং তা আদালতের মাধ্যমে কার্যকর করা যায়। ক যদি খ এর নিকট তার সাইকেলটি দুই হাজার টাকায় বিক্রয় করতে প্রস্তাব করে এবং খ এতে সম্মত হয় তবে এক্ষেত্রে আইনগত বাধ্যবাধকতার সৃষ্টি করে।

(৯) একরার কোন অধিকার ও দায় দায়িত্বের সৃষ্টি করে না, কেননা এটা হচ্ছে পক্ষগণের মতৈক্যের অভিব্যক্তি। পক্ষান্তরে, চুক্তি আইনগত অধিকার ও দায়-দায়িত্ব সৃষ্টি করে, কেননা তা আইনের নির্দেশমত গঠন করা হয়।

(১০) একরারের পরিধি চুক্তির পরিধি হতে তুলনামূলক ভাবে ব্যাপকতর ৷

(১১) একরার চুক্তির উপর নির্ভরশীল নয়,অর্থাৎ চুক্তি ব্যতিরেকেই একরার গঠন করা যায়৷ কিন্তু চুক্তি একরারের উপর নির্ভরশীল, অর্থাৎ একরার চুক্তির পূর্বশর্ত। কাজেই একরার ব্যতীত চুক্তি গঠিত হতে পারে না।

তাই বলা হয় যে, সকল চুক্তিই একরার কিন্তু সকল একরার চুক্তি নয়। (All Contracts are agreements, but all agreements are not Contracts)