বাড়িগুলি অপেক্ষাকৃত দূরে দূরে অবস্থিত।
সাধারণত 5,000 জনের কম লােকের বাস। প্রতি বর্গকিমিতে জনসংখ্যার ঘনত্ব 400 জনের কম। আয়তনে এটি পৌর বসতি অপেক্ষা ছােটো।
পঞ্চায়েত ব্যবস্থা দ্বারা পরিচালিত।
গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি হল কৃষিকাজ। এ ছাড়াও মানুষ মৎস্য শিকার, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ ও নির্মাণমুখী শিল্পকর্মে নিযুক্ত থাকে।
কাঁচা পথের সংখ্যাই বেশি। রাস্তার ঘনত্ব (গ্রামের রাস্তার দৈর্ঘ্য : গ্রামের ক্ষেত্রফল) কম।
চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বিনােদনের সুযােগ কম।
বিক্ষিপ্ত ও গােষ্ঠীবদ্ধ।
গ্রামীণ বসতিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক বেশি।
বাড়িগুলি বেশ ঘনসন্নিবিষ্ট ভাবে অবস্থান করে। বহুতলবিশিষ্ট বাড়ির প্রাধান্যই বেশি।
ন্যূনতম জনসংখ্যা হল 5,000 জন এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিমিতে কমপক্ষে 400 জন। আয়তনে পৌর বসতি গ্রামীণ বসতি অপেক্ষা বড়াে।
মিউনিসিপ্যালিটি, অথবা কর্পোরেশন বা ক্যান্টনমেন্ট দ্বারা পরিচালিত।
পৌর বসতির লােকজনেরা মূলত বিভিন্ন শিল্পকর্ম, প্রশাসনিক কাজকর্ম, ব্যাবসাবাণিজ্য, চিকিৎসা, শিক্ষা, ইত্যাদি সরকারি ও বেসরকারি অকৃষি ও প্রাতিষ্ঠানিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে।
সড়কপথ সাধারণত পাকা এবং এর ঘনত্ব (শহরের রাস্তার দৈর্ঘ্য ÷ শহরের ক্ষেত্রফল) বেশি।
চিকিৎসা, শিক্ষা, খেলাধুলা ও বিনােদনের সুযোেগ বেশি।
গােষ্ঠীবদ্ধ।
এই বসতিগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক কম।
Leave a comment