গীতিকবিতা ব্যক্তিধর্মী। যে কবিতায় কবির আত্মানুভূতি বা একান্ত ব্যক্তিগত কামনাবাসনা ও আনন্দ- বেদনা তাঁর প্রাণের অন্তঃস্থল থেকে আবেগ কম্পিত সুরে অখণ্ড ভাব মূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে গীতিকবিতা বলে। গীতিকবিতাকে বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা যেতে পারে। যেমন-
- ভক্তিমূলক গীতিকবিতা: ভক্তি বা ধর্মভাবকে অবলম্বন করে যে কবিতা রচিত হয় তাকে ভক্তিমূলক গীতিকবিতা বলে। যেমন- রামপ্রসাদের পদাবলী, অক্ষয়কুমার বড়ালের কোথা তুমি, রবীন্দ্রনাথের গীতাঞ্জলি ইত্যাদি।
- স্বদেশপ্রীতিমূলক গীতিকবিতা: যে কবিতায় কবির স্বদেশপ্রীতি উৎসারিত হয়, দেশের গৌরবকাহিনী ও অতীত বীরগণের প্রতি শ্রদ্ধা এবং দেশ ও জাতির ঐতিহ্যের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ পায়, তাকে স্বদেশপ্রীতিমূলক গীতিকবিতা বলে। যেমন- মধুসূদনের ‘বঙ্গভাষা’, রবীন্দ্রনাথের ‘ভারত তীর্থ’, সৈয়দ আলী আহসানের ‘আমার পূর্ব বাংলা’ ইত্যাদি।
- প্রেমমূলক গীতিকবিতা: কবির প্রেম ভাবনা, প্রেমের বিচিত্র প্রকাশ, আনন্দ-দুঃখ, বিরহ-মিলন প্রভৃতি যে কবিতায় প্রকাশ পায় তাকে প্রেমমূলক গীতিকবিতা বলে। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গুপ্ত প্রেম’, কাজী নজরুল ইসলামের ‘চক্রবাক’, জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ ইত্যাদি।
- প্রকৃতি বিষয়ক গীতিকবিতা: প্রকৃতির রূপ-রস-গন্ধ-স্পর্শ যখন কবির বর্ণনায় গীত মধুর রূপে কবিতায় আত্মপ্রকাশ করে তাকে প্রকৃতি বিষয়ক গীতিকবিতা বলে। যেমন- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বর্ষামঙ্গল’ কাজী নজরুল ইসলামের ‘বাদল দিন’ ইত্যাদি।
- সনেট: চৌদ্দ অক্ষরবিশিষ্ট চৌদ্দ ছত্রের একপ্রকার কবিতা। যেমন- মাইকেল মধুসূদন দত্তের ‘কপোতাক্ষ নদ’।
- চিন্তামূলক গীতিকবিতা: কবির ব্যক্তিগত চিন্তাভাবনা যে কবিতায় প্রকাশিত হয় তাকে চিন্তামূলক গীতিকবিতা বলে। যেমন- রবীন্দ্রনাথের ‘যেতে নাহি দিব’।
- শোকগীতি: শোকানুভূতি বিশেষভাবে কাব্যে রূপ লাভ করলে তাকে শোকগীতি বলে। যেমন- অক্ষয়কুমার বড়ালের ‘এষা’, নজরুলের ‘চিত্তনামা’, জসীমউদ্দীনের ‘কবর’ ইত্যাদি।
- তোত্র: স্তুতি বাক্যযোগে যে কবিতা রচিত হয় তাই স্তোত্র। যেমন- মোহিতলাল মজুমদারের ‘নারী স্তোত্র’, অক্ষয়কুমার বড়ালের ‘মানব বন্দনা’, রবীন্দ্রনাথের ‘পৃথিবী’ ইত্যাদি।
- লঘু বৈঠকী গীতিকবিতা: যে কবিতায় হাস্যরসের উপস্থিতি পরিদৃষ্ট হয় তাকে লঘু বৈঠকী গীতি কবিতা বলে। যেমন- ঈশ্বরগুপ্তের ‘পাঁঠা’, ‘তপসে মাছ’ ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্যঃ উপরের লেখায় কোন ভুল থাকে তাহলে দয়া করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা ঠিক করে দেওয়ার চেষ্টা করবো, ধন্যবাদ।
Leave a comment