সালফার ডাই অক্সাইড ক্ষার ও ক্ষারকের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সালফাইট লবণ ও পানি উৎপন্ন করে।
যেমনঃ কস্টিক সোডার (NaOH) দ্রবণে সালফার ডাই অক্সাইড (SO₂) গ্যাস চালনা করলে সোডিয়াম সালফাইট (Na₂SO₃) লবণ ও পানি উৎপন্ন হয়। ঐ সোডিয়াম সালফাইটে অধিক পরিমাণে সালফার ডাই অক্সাইড ও পানির সাথে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম হাইড্রোজেন সালফাইট (NaHSO₃) নামক অম্লীয় লবণ উৎপন্ন করে।
2NaOH(aq) + SO₂(g) —–> Na₂SO₃(aq) + H₂O(l)
Na₂SO₃(aq)+H₂O(l)+SO₂(g)—-> 2NaHSO₃(aq)
আবার, ক্ষারক ফেরাস হাইড্রোক্সাইড Fe(OH)₂ এর জলীয় দ্রবণে সালফার ডাই অক্সাইড গ্যাস চালনা করলে ফেরাস সালফাইট (FeSO₃) লবণ ও পানি উৎপন্নউৎপন্ন হয়।
Fe(OH)₂ + SO₂ —–>FeSO₃+H₂O
Leave a comment