গাঢ় ক্রোমাইট আকরিককে বায়ুর উপস্থিতিতে পটাশিয়াম কার্বনেট সহ উত্তপ্ত করলে আকরিকের মধ্যস্থ ফেরাস অক্সাইড জারিত হয়ে ফেরিক অক্সাইড পরিণত হয় এবং পটাশিয়াম ক্রোমেট ও CO₂ উৎপন্ন হয়।

4(FeO.Cr₂O₃)+8K₂CO₃+7O₂—-> 

2Fe₂O₃ + 8K₂CrO₄ + 8CO₂