প্রশ্নঃ ক্রয় জাবেদা (Purchase Journal) প্রস্তুত করে দেখাও।

বিভিন্ন প্রকার জাবেদার মধ্যে রয়েছে- নগদান বই, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা ও প্রকৃত জাবেদা। 

১. ক্রয় জাবেদা (Purchase Journal): ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেনসমূহ যে বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্রয় জাবেদা বলা হয়। নগদে পণ্য ক্রয় এবং নগদে কিংবা ধারে সম্পত্তি ক্রয় এ জাবেদায় লিপিবদ্ধ করা হয় না। অর্থাৎ শুধুমাত্র বিক্রির উদ্দেশ্যে ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এ জাবেদায় লিপিবদ্ধ করা হয়। বিক্রেতার নিকট হতে প্রাপ্ত চালানের ভিত্তিতে ক্রয় জাবেদা লেখা হয়। নিম্নে একটি জাবেদার উদাহরণ দেয়া হলোঃ 

উদাহরণঃ মেসার্স সোহা ২০১২ সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত পণ্য ক্রয় করেনঃ

জানু.-১

রফিকের নিকট হতে ৫০ মিটার কাপড়, প্রতি মিটার ৫০ টাকা দরে। চালান নং-১৬। পরিবহন খরচ ১০০ টাকা এবং চালানে ১৫% ভ্যাট উল্লেখ করা আছে। শর্ত ১/১০ n ৩০। 

” ১৫

রহিমের নিকট ১০ ডজন গেঞ্জি, প্রতিটি গেঞ্জি ১০০ টাকা দরে। বাট্টা ১০%। চালান-২০। ১৫% ভ্যাট প্রযোজ্য। শর্ত ২/১৫ n ৫০। 

” ৩১ 

তপুর নিকট হতে ক্রয়: প্রতি ডজন ২০ টাকা করে, ২০০ ডজন রুমাল ক্রয়। কারবারি বাট্টা ১০% এবং ১৫% ভ্যাট প্রযোজ্য। চালান নং-৩০। শর্ত ১/১৫ n ৪৫। 

লেনদেনগুলো ক্রয় জাবেদায় লিপিবদ্ধ কর।

সমাধানঃ গণনা কার্য।

জানুয়ারি-১ (চালান নং ১৫)

জানুয়ারি-১৫ (চালান নং ২০)

জানুয়ারি-৩১ (চালান নং ৩০)

৫০ মিটার কাপড় প্রতি মিটার ৫০ টাকা করে ২,৫০০

যোগঃ ক্রয় পরিবহন ১০০

নিট ক্রয়ঃ ২,৬০০

ভ্যাটঃ ২,৫০০  ১৫% = ৩৭৫ টাকা

১০ ডজন গেঞ্জি প্রতিটি ১০০ টাকা করে ১২,০০০

বাদঃ বাট্টা (১২,০০০  ১০%)  ১,২০০

নিট ক্রয়ঃ ১০,৮০০

ভ্যাটঃ ১০,৮০০  ১৫% = ১,৬২০ টাকা

২০০ ডজন রুমাল প্রতি ডজন ২০ টাকা করে ৪,০০০

বাদঃ কারবারি বাট্টা

(৪,০০০ ১০%) ৪০০

নিট ক্রয়ঃ ৩,৬০০

ভ্যাটঃ (৩৬০০  ১৫%) = ৫৪০ টাকা


ক্রয় জাবেদা

তারিখ

হিসাব ক্রেডিটেড

শর্ত

সূত্র

ক্রয় হিসাব                    ডেবিট

প্রদেয় হিসাব               ক্রেডিট

২০১২

জানুয়ারি-১,

 ” ১৫,

 ” ৩১,

রফিক হিসাব

রহিম হিসাব

তপু হিসাব

১/১০ n ৩০

২/১৫ n ৫০

১/১৫ n ৪৫

২,৬০০

১০,৮০০

৩,৬০০

———-

১৬,২০০