✱ কোনাে মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষক পদের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
✱ অথবা, খবরের কাগজে একজন অভিজ্ঞ শিক্ষক নিয়ােগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে, উক্ত পদের প্রার্থী হিসেবে একটি আবেদনপত্র রচনা কর।
✱ অথবা, কোনাে বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়ােগের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
✱ অথবা, কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদে নিযুক্তি লাভের জন্য দরখাস্ত লেখ।
✱ অথবা, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়ােগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
✱অথবা, কোনাে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়ােগ লাভের উদ্দেশ্যে আবেদন কর।
✱ অথবা, একটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়ােগের জন্য আবেদনপত্র রচনা কর।
১৩ জুলাই ২০২৩
মাননীয়
প্রধান শিক্ষক
ভূরুঙ্গামারী পাইলট হাইস্কুল
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়ােগের জন্য আবেদন।
জনাব,
সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন এই যে, গত ৩০ জুন ২০২১ তারিখের ‘দৈনিক প্রথম আলোে’-এ প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার স্কুলে একজন সহকারী শিক্ষক নিয়ােগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিচে আমার শিক্ষাগত যােগ্যতাসহ যাবতীয় বিবরণ উল্লেখ করা হলাে :
ব্যক্তিগত তথ্য :
নাম : রেজাউল করিম।
পিতার নাম : আব্দুল আজিজ।
মাতার নাম : আমেনা বেগম।
জন্ম তারিখ : ১৫ নভেম্বর ১৯৮৯।
জাতীয়তা : বাংলাদেশি।
ধর্ম : ইসলাম।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত।
বর্তমান ঠিকানা : ২১৭, পাইকপাড়া, মিরপুর ১১, ঢাকা।
স্থায়ী ঠিকানা : গ্রাম : বাগভান্ডার, পাে: + থানা : ভূরুঙ্গামারী, জেলা : কুড়িগ্রাম।
শিক্ষাগত যােগ্যতা :
অভিজ্ঞতা :
একটি জনিয়র হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে গত তিন বছর যাবৎ শিক্ষকতা করে আসছি।
অতএব উপযুক্ত যােগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বাধিত হব ।
বিনীত ー
রেজাউল করিম।
সংযোজন :
১। পরীক্ষার মূল সনদের সত্যায়িত অনুলিপি-৩ কপি ।
২। নাগরিকত্ব ও চারিত্রিক সনদের সত্যায়িত ফটোকপি-৩ কপি ।
৩। অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি-১ কপি ।
৪। সত্যায়িত পাসপাের্ট সাইজ ছবি- ৩ কপি।
৫। ব্যাংক ড্রাফট ( ব্যাংকের নাম : সোনালী ব্যাংক;জমাকৃত টাকার পরিমাণ ৫00;টাকা রশিদ নাম্বার ২১৭।)
Leave a comment