প্রশ্নঃ কিশোর এবং সুবল কেন পাঠশালা ছেড়েছিল?

উত্তরঃ অদ্বৈত মল্লবর্মণের ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসে কিশাের ও সুবল বাল্য বন্ধু, দু’জনের স্বভাব চরিত্রের প্রকৃতি ভিন্ন রকম। তবু তারা শৈশব থেকে যৌবনে পাড়ি জমায় একে অপরের হাত ধরাধরি করে।

উপন্যাসের তথ্যমতে কিশাের এবং সুবলের বাবা একত্রে তাদের পাঠশালায় পাঠিয়েছিল। প্রথম দিন তারা চুপচাপ কাটায়। তার পরের দিন নিজেদের মধ্যে মারামারি করে শিক্ষকের হাতে যে মার খায়- তারপরেই তারা পাঠশালা ত্যাগ করে। এরপর পাঠশালায় না গিয়ে পড়া ফাঁকি দিয়ে কলা গাছের খােল কেটে চটি জুতা তৈরি করতাে। তাদের অভিভাবকেরা বিষয়টা জানতে পেরে তাদের আবারও স্কুলে পাঠায় কিন্তু তারা আর সে-পথে যায় না। শিক্ষকের হাতে প্রহৃত হওয়ার পরে তাদের মনে পাঠশালার প্রতি যে বিরাগ জন্মেছিল তারপর থেকে তারা আর পাঠশালায় যায় না।

সুতরাং বলা যায়- পাঠশালা বিমুখ কিশাের-সুবল পাঠশালা অপেক্ষা তিতাস নদী, খেলাধুলাকেই বেশি পছন্দ করতাে । তাই তাদের আর পাঠশালায় যাওয়া হয়নি।’