উত্তর: বস্তুজগতের অন্বেষণে মানুষের মৃত্যু অনিবার্য। আলোচ্যাংশে একথাই ফুটে উঠেছে। মানুষের শরীর পঞ্চ ইন্দ্রিয়ের স্বরূপ যেমন চোখ, কান, নাক, ত্বক ও জিহ্বা। সুতরাং এ পাঁচ ইন্দ্রিয় ডালস্বরূপ সম্পর্কযুক্ত। এ পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারাই মানুষের বহির্বিশ্বের সঙ্গে নৃত্য চলছে। বিশ্বের বস্তুজগৎ সম্পর্কে মানুষের জ্ঞান যতই বাড়ে ততই প্রীতির সঞ্চার হয়। অর্থাৎ বস্তুজগতের প্রতি মানুষের সম্পর্ক গাঢ় হওয়ার ফলে মানুষ বেশি আকৃষ্ট হয়। তবে এ আকৃষ্ট, মহামায়া, বন্ধন মানুষকে ধ্বংসের পথে নিয়ে আসবে।
Leave a comment