অথবা, কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞা দাও।
ভূমিকাঃ আধুনিক গণতান্ত্রিক জনকল্যাণকর রাষ্ট্রগুলােতে জনসাধারণের ভালাে-মন্দ ও সুখ-শান্তির সামগ্রিক দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণ করতে হয়। এই কারণে আধুনিক জনকল্যাণকর রাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে বহুবিধ দায়িত্ব সম্পাদন করতে হয়। অতীতে রাষ্ট্রের প্রধানতম লক্ষ্য ছিল শাসক শ্রেণীর স্বার্থ সংরক্ষণ করা। শান্তি ও শৃঙ্খলা বিধান করাই তখন রাষ্ট্রের অন্যতম কার্য বলে মনে করা হয়। অপরাধমূলক অন্যায় কার্য রাষ্ট্রের মৌলিক কার্য হিসেবে বিবেচিত হত।
কল্যাণমূলক রাষ্ট্রের সংজ্ঞাঃ জনকল্যাণমূলক রাষ্ট্রের মূলকথা হচ্ছে রাষ্ট্রে বসবাসকারী প্রতিটি নাগরিকের সামগ্রিক কল্যাণ বিধান করা।
প্রামাণ্য সংজ্ঞাঃ
জি, ডি, এইচ কোলের মতে, রাষ্ট্র হচ্ছে সে সমাজ যা নাগরিকদের সর্বনিম্ন চাহিদা পূরণ করতে পারে।
অধ্যাপক বেন্থামের মতে, যে রাষ্ট্রে ব্যাপকভাবে জনগণের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা করা হয় তাকে কল্যাণমূলক রাষ্ট্র বলে।
অধ্যাপক হাবার্ট ল্যামেনের মতে, “কল্যাণমূলক রাষ্ট্র বলতে সে রাষ্ট্রকে বুঝায়, যেখানে জনগণ তাদের ব্যক্তি প্রতিভার উপযুক্ত পুরস্কার লাভ করে।”
অধ্যাপক হরম্যানের মতে, “কল্যাণরাষ্ট্র হচ্ছে এমন একটি সমষ্টি, যেখানে প্রতিটি নাগরিকের জন্য আয়ের সমবণ্টনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে রাষ্ট্রিয় ক্ষমতা ইচ্ছাকৃতভাবে অর্থনৈতিক গতি-প্রকৃতি নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।”
দার্শনিক কান্ট বলেন, “কল্যাণরাষ্ট্র এমন একটি রাষ্ট্র, যা এর নাগরিকদের ব্যাপক সমাজসেবার ব্যবস্থা করে।”
অধ্যাপক আর্থার সেলসিদারের মতে, “কল্যাণরাষ্ট্র হলাে এমন একটি ব্যবস্থা, যেখানে সরকার সকল নাগরিকের জন্য কর্মসংস্থান, অর্থোপার্জন, শিক্ষা ও চিকিৎসার সুযােগ, সামাজিক নিরাপত্তা এবং বাসস্থানের ব্যবস্থা করতে সমর্থ হয়।”
অধ্যাপক মার্শালের মতে, “কল্যাণরাষ্ট্র হলাে এমন এক ধরনের পুঁজিবাদ, যা সমাজতন্ত্রের অনুপ্রবেশের মাধ্যমে নমনীয় হয়ে ওঠে।”
আব্রাহামের মতে, “কল্যাণরাষ্ট্র হলাে এমন একটি সম্প্রদায়, যেখানে প্রতিটি নাগরিকের জন্য আয়ের সমবণ্টনের নিশ্চয়তা বিধানের লক্ষ্যে রাষ্ট্রীয় ক্ষমতা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হয়।”
The Dictionary of Social Science-এ বলা হয়েছে, “কল্যাণমূলক রাষ্ট্র হলাে আইনগত এবং রীতিসিদ্ধ
উপায়ে দায়িত্বসম্পন্ন জনগােষ্ঠীর অনুমিত বস্তুর প্রতিষ্ঠানিকরণ, যা সরকারের কর্তৃত্বের মাধ্যমে জনগণের মৌলিক প্রয়ােজনসমূহ মিটিয়ে থাকে।”
পরিশেষঃ উপযুক্ত সংজ্ঞার আলােকে বলা যায় যে, কল্যাণ রাষ্ট্র হচ্ছে সেই রাষ্ট্র যা ব্যক্তি স্বাধীনতাও অক্ষণ রেখে জনসেবামূলক কাজের দ্বারা জনকল্যাণ নিশ্চিত করে।
Leave a comment