প্রশ্নঃ কর্তব্য কাকে বলে? 

অথবা, কর্তব্যের সংজ্ঞা দাও।

অথবা, কর্তব্য কি?

অথবা, কর্তব্য বলতে কি বুঝ ?

ভূমিকাঃ মানুষ সামাজিক জীব। জন্মের পর মানুষ সমাজ ও রাষ্ট্র হতে কতগুলো অধিকার ভোগ করে থাকে আর এসব অধিকার ভোগ করার ফলে মানব জীবন হয়ে উঠে অর্থবহ। মানুষ অধিকার ভোগ করবে, কোনো কর্তব্য পালন করবে না তা হয় না। মানুষ কিছু অধিকার ভোগ করলে তাকে কিছু কর্তব্য পালন করতে হবে, অন্যথায় মানুষের জীবন পূর্ণাঙ্গ হবে না। কর্তব্য অস্বীকার করলে সে সমাজে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে না। এজন্য মানুষকে কতগুলো কর্তব্য পালন করতে হয়।

কর্তব্যঃ কর্তব্য কথাটি ধারা স্পষ্ট বুঝা যাচ্ছে দায়িত্বশীলতার বিষয়টি কর্তব্য পালন করতে হলে মানুষকে সমাজ ও রাষ্ট্রের উপর আনুগত্যশীল হতে হবে। অন্যথায় সে কর্তব্য পালন করতে পারবে না। কর্তব্য সম্পর্কে উইলিয়াম লিলি বলেন, জনকল্যাণের স্বার্থে কোনো সম্প্রদায় বা সম্প্রদায়ের বিশেষ ব্যক্তি বা ব্যক্তিবর্গ অন্য কোনো ব্যক্তির কাছ থেকে যা দাবি করে সেই দাবি মিটাবার বাধ্যবাধকতাই হলো অধিকার।

মানুষ শুধুমাত্র সমাজের কাছ থেকে অধিকার লাভ করবে সে তার বিনিময়ে কোনো কর্তব্য পালন করবে না তা হয় না। তাকে কর্তব্যও পালন করতে হবে নৈতিকতার সাথে। অধিকার যেমন সব মানুষের সাথে জড়িত আবার কর্তব্যও সব মানুষের সাথে জড়িত। আমরা যেসব অধিকার সমাজের কাছ থেকে লাভ করি তেমনি আবার সমাজ ও সমাজের মানুষ যাতে উপকৃত হয় সেদিকে লক্ষ্য রেখে সমাজের কতগুলো কর্তব্য আমাদের পালন করতে হবে।

উপসংহারঃ পরিশেষে এ কথা বলা যায় যে, মানুষ সামাজিক জীব হলেও তার যেমন অধিকার রয়েছে তেমনি তাকে সমাজের কতগুলো কর্তব্য পালন করতে হয়। যা দ্বারা সমাজ ও পরস্পর পরস্পরের কাছাকাছি যেতে পারে। আর অধিকার লাভ করে কর্তব্যের প্রতি যদি মানুষ সচেতন না হয় তাহলে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করা যাবে না৷