কপার সালফেট দ্রবণে ধীরে ধীরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে প্রথমে ক্ষারীয় কপার সালফেটের CuSO₄Cu(OH)₂ হালকা নীল অধঃক্ষেপ উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় আরও অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণ যোগ করলে অধঃক্ষেপ দ্রবীভূত হয়ে গাঢ় নীল বর্ণের টেট্রা অ্যামিন কপার সালফেটের [Cu(NH₃)₄]SO₄ দ্রবণ তৈরি করে।
এই বিক্রিয়ার মাধ্যমে কপার শনাক্তকরণ করা যায়।
2CuSO₄ + 2NH₄OH ——-> CuSO₄Cu(OH)₂ (s) + (NH₄)₂SO₄
CuSO₄Cu(OH)₂ (s) + (NH₄)₂SO₄ + 6NH₄OH ——–> 2[Cu(NH₃)₄]SO₄(aq) + 8H₂O
Leave a comment