প্রশ্নঃ এরিস্টটলের সাংবিধানিক সরকার তত্ত্ব সংক্ষেপে বর্ণনা কর।

অথবা, এরিস্টটলের সাংবিধানিক সরকার তত্ত্ব সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ বহু প্রতিভার অধিকারী রাষ্ট্রবিজ্ঞানের পুরােধা গ্রিক দার্শনিক এরিস্টটল তার সুপ্রসিদ্ধ “The Politics’ নামক গ্রন্থের চতুর্থ অধ্যায়ে বিভিন্ন প্রকার সংবিধান ও সরকার সম্পর্কে বিস্তারিত আলােচনা বিধৃত করেছেন। তিনি এখানে দেখিয়েছেন যে, সাংবিধানিক সরকার বা মধ্যপন্থী গণতন্ত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা হলাে মধ্যতন্ত্র বা ‘Polity’।

সাংবিধানিক সরকারঃ সাংবিধানিক সরকার ধনিকতন্ত্র ও গণতন্ত্রের এক সংমিশ্রণ। যেকোনাে শাসনব্যবস্থার সাফল্য কতিপয় বাস্তব অবস্থার ওপর নির্ভরশীল। যে রাষ্ট্রীয় ব্যবস্থা বাস্তবভিত্তিক এবং যার মাধ্যমে অধিকাংশ জনগণের আশা-আকাঙ্খা বাস্তবায়িত ও কার্যকর করা সম্ভবপর তাকেই এরিস্টটল সাংবিধানিক সরকার বা মধ্যপন্থী গণতন্ত্র বলেছেন। তিনি একে মধ্যতন্ত্র বা সর্বাপেক্ষা বাস্তবধর্মী সরকার বলে অভিহিত করেছেন। এটি কোনাে আদর্শ রাষ্ট্র নয়।

সাংবিধানিক সরকার তত্ত্বের বৈশিষ্ট্যঃ এরিস্টটল সাংবিধানিক সরকার বা মধ্যতন্ত্রের যেসব বৈশিষ্ট্যের কথা বলেছেন নিম্নে তা বর্ণনা করা হলাে-

(১) মধ্যবিত্ত শ্রেণীর শাসনঃ এই শ্রেণীর ব্যক্তিবর্গ খুব বেশি বিত্তশালী নয়, আবার একেবারে বিত্তহীনও নয় এরং ঐশ্বর্য ও দারিদ্র্যের মাঝামাঝি অবস্থান করে বলে তাদের হাতে নিশ্চিতভাবে শাসনভার অর্পণ করা যায়।

(২) ভারসাম্যপূর্ণ মনােবৃত্তিঃ এরিস্টটল বলেন, যেহেতু মাধ্যবিত্ত শ্রেণী অতি ধনীর উগ্র স্বভাব এবং দরিদ্রের দাসােচিত মনােবৃত্তি হতে মুক্ত, সেহেতু তারা রাষ্ট্রীয় শাসনকর্য যথাযথভাবে পালন করতে সক্ষম হবে।

(৩) ক্ষমতার বন্টনঃ ক্ষমতা বন্টনের ক্ষেত্রে আইন, শাসন ও বিচারসংক্রান্ত কার্যের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শ্রেণীকে প্রাধান্য দিয়ে পরস্পরবিরােধী দাবিসমূহের মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য এরিস্টটল মিশ্র সংবিধানের আশ্রয় নিয়েছেন।

(৪) রাষ্ট্রের রক্ষাকবচঃ ইউরিপাইডস যথার্থই বলেছেন, ‘মধ্যবিত্ত শ্রেণী রাষ্ট্রসমূহকে রক্ষা করে। এর ধরনের রাষ্ট্রের জনগণ এত দরিদ্র নয় যে তাদেরকে অবহেলা করা যায় কিংবা এত ধনী নয় যে তারা কোন্দলের সৃষ্টি করবে।

(৫) বিপ্লব প্রতিরােধকঃ এরিস্টটল বলেন, ধনিকতন্ত্র বেশি ধনিকতান্ত্রিক হতে শুরু করলে শাসকগােষ্ঠীর মাধ্যমে অত্যাচারিত হওয়ার সুযােগ বেশি হবে। আবার গণতন্ত্র যত বেশী গণতান্ত্রিক হতে থাকে, সেটি তত বেশি উচ্ছঙ্খল জনতার শাসনে পরিণত হতে থাকে। তাই তিনি বিপ্লবের হাত থেকে রক্ষার জন্য মধ্যতন্ত্রের কথা বলেছেন।

পরিশেষঃ উপযুক্ত বৈশিষ্ট্যের আলােকে বলা যায় যে, রাষ্ট্রীয় শাসনব্যবস্থা এরিস্টটলের সাংবিধানিক সরকার বা মধ্যবিত্ত শ্রেণীর হাতে নিয়ােজিত থাকলে তা অধিকতর স্থিতিশীলতার রূপ লাভ করবে।