এক্সরের ব্যবহার নিম্নরূপঃ
১. স্থানচ্যুত হাড়, হাড়ের ফাটল, ভেঙ্গে যাওয়া হাড় ইত্যাদি এক্সরের সাহায্যে খুব সহজে শনাক্ত করা যায়।
২. মুখমণ্ডলের যেকোনো ধরনের রোগ নির্ণয় এক্সরের ব্যবহার অনেক। যেমন- দাঁতের গোড়ায় ঘা এবং ক্ষয় নির্ণয়ে এক্স-রে ব্যবহার করা হয়।
৩. পেটের এক্সরের সাহায্যে অন্ত্রের প্রতিবন্ধকতা শনাক্ত করা যায়।
৪. x-ray এর সাহায্যে পিত্তথলি ও কিডনির পাথর শনাক্ত করা যায়।
Leave a comment