প্রশ্নঃ আর্ন্তজাতিক আইনের উৎসগুলি কী কী?

অথবা, আর্ন্তজাতিক আইনের উৎসগুলি কী কী? সংক্ষেপে লিখ।

ভূমিকাঃ বর্তমান বিশ্বে প্রত্যেকটি রাষ্ট্র একে অপরের ওপর অর্থনৈতিক, বাণিজ্যিক প্রভৃতি বহুবিধ বিষয়ের ওপর নির্ভরশীল; কোনাে রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসমূহের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সহযােগিতা ও তাদের পারস্পরিক বন্ধন, পারস্পরিক ক্ষেত্রে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে আত্মপ্রকাশ ঘটেছে আন্তর্জাতিক আইনের।

আন্তর্জাতিক আইনের উৎসঃ নিম্নে আন্তর্জাতিক আইনের উৎসগুলি আলােচনা করা হলাে-

(১) চুক্তিঃ অনেক সময় চুক্তির মাধ্যমে নতুন নতুন নিয়মাবলি উদ্ভাবন করে দ্বন্দ্বরত রাষ্ট্রসমূহের মধ্যে শান্তি স্থাপিত হয়। পরবর্তীতে যেসব চুক্তির শর্তাবলি আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে বিবেচিত হয়। যেমন- বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বহুপক্ষীয় চুক্তি আন্তর্জাতিক আইনের উৎস হিসাবে কাজ করে।

(২) চিরাচরিত প্রথাঃ পৌর আইনের উৎস হিসেবে চিরাচরিত প্রথা যেভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, এক্ষেত্রেও তার ভূমিকা তেমনি উল্লেখযােগ্য। বিভিন্ন রাষ্ট্র তাদের পারস্পরিক কাজকর্মের ক্ষেত্রে কতকগুলাে প্রথা বা আচার মেনে চলে। কোনাে রাষ্ট্র যদি কোনাে ব্যাপারে বিশেষ আদর্শ স্থাপন করে তাহলে প্রতিবেশী রাষ্ট্রসমূহ তা অনুসরণ করে প্রথার সৃষ্টি করে।

(৩) সম্মতিঃ সম্মতিই এ আইনের প্রাণস্বরূপ। যুদ্ধকালীন পরিস্থিতি অতিক্রম করে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে যখন সন্ধিসূত্রে আবদ্ধ হয়, তখন স্বেচ্ছায় শর্তাবলি পালন করে অন্য রাষ্ট্রের জন্য আদর্শ স্থাপনের দ্বারা ভবিষ্যতের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে নতুন নতুন নিয়মাবলির সৃষ্টি করে। তাছাড়া সম্মতির ওপর নির্ভর করে আন্তর্জাতিক আইন আইনের মর্যাদা পেতে চলেছে।

(8) আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তঃ আন্তর্জাতিক বিরােধ মীমাংসার ক্ষেত্রে জাতিসংঘের আন্তর্জাতিক আদালত যে সিদ্ধান্ত ও রায় প্রদান করে তা আন্তর্জাতিক আইন হিসাবে পরিগণিত হয়। সুতরাং আন্তর্জাতিক বিরােধ ও প্রশ্ন বিবেচনা করে এমন সালিশী ট্রাইব্যুনাল তদন্ত কমিশন বা আদালতের সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের অন্যতম উৎস।

(৫) আন্তর্জাতিক সম্মেলনঃ বিভিন্ন সময় পৃথিবীর রাষ্ট্রসমূহ বিভিন্ন সমস্যা ও প্রয়ােজনে আন্তর্জাতিক সম্মেলনের আয়ােজন করে। এ সম্মেলনের সম্মিলিত ঘােষণা পরবর্তীতে আন্তর্জাতিক আইনে পরিণত হয়। সুতরাং আন্তর্জাতিক পম্মেলনের সিদ্ধান্তসমূহ আন্তর্জাতিক আইনের উৎস হিসেবে পরিগণিত হয়।

পরিশেষঃ পরিশেষে বলা যায় যে, আন্তর্জাতিক আইন কোন আইনসভা কর্তৃক পাসকৃত বিধিবদ্ধ কোনাে আইন নয়। একে প্রথা আইন হিসাবে আখ্যায়িত করা যায়।