আয়নিক যৌগসমূহকে নিম্নরূপে চিহ্নিত করা যায়।
১. আয়নিক যৌগকে পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত করলে এরা পানিতে দ্রবীভূত হয়।
২. আয়নিক যৌগসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়।
৩. কঠিন অবস্থায় এরা বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে।
৪. ধাতু-অধাতু অথবা ধাতু ও যৌগমূলক আয়নিক যৌগ গঠন করে।
৫. অপোলার দ্রাবকে (যেমনঃ বেনজিন, ইথার ইত্যাদি) দ্রবীভূত হয় না।
উপরোক্ত বিষয়ের উপর ভিত্তি করে আয়নিক যৌগ গুলিকে শনাক্ত করা যায়।
Leave a comment