আয়নিক যৌগের বৈশিষ্ট্য কি?

ধাতু ও অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক যৌগ গঠন করে।

আয়নিক যৌগের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপঃ

 ১. ধাতু ও অধাতু আয়নিক যৌগ গঠন করে।

২.  আয়নিক যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক উচ্চ হয়।

৩. আয়নিক যৌগ সমূহ পোলার হওয়ায় পানিতে দ্রবণীয়।

৪. গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নিক যৌগ বিদ্যুৎ পরিবহন করে।

৫.  এরা অপোলার দ্রাবকে অদ্রবণীয়।

৬. আয়নিক যৌগের রাসায়নিক বিক্রিয়ার গতি দ্রুত হয়।