অথবা, আমার ঘরখানায় কে বিরাজ করে। তারে জনমভর একবার দেখলাম না রে – পঙক্তি দুটি ব্যাখ্যা কর

উত্তর : বাউল সাধনার মূল বিষয় দেহবিচার। এই দেহের মধ্যেই পরমপুরুষের গুপ্ত অবস্থিতি। আপন দেহ ঘরে যে পরমপুরুষ বাস করে, তাঁকে আমরা খুঁজে পাই না। তাই লালন বলেছেন, দেহ ঘরে যে পরমাত্মা অবস্থান করছেন, তাঁকে আমরা একদিনও যেন দেখি না, কিংবা পাই না। হাতের কাছে সে সারাক্ষণ নড়াচড়া করে। কিন্তু তাঁকে দেখার মতো সেই গভীর অনন্ত দৃষ্টি আমাদের নেই। আমাদের কাঙ্ক্ষিত পরমপুরুষের অবস্থান আমাদের মনের মাঝেই; কিন্তু আমরা নির্বোধের মতো তাঁকে নানা জায়গায় খুঁজে ফিরি। তাঁর স্বরূপ সম্বন্ধে কেউ সঠিকভাবে কিছু বলতে পারে না। সেই পরমপুরুষকে নানা জায়গায় সন্ধান না করে সন্ধান করতে হবে আমাদের আপন দেহ ঘরে। কেননা তাঁর অবস্থান সেখানে এবং তাকে না চিনলে সাধনাসিদ্ধি হবে না।