আধান বা চার্জের উপর ভিত্তি করে লিগান্ড তিন প্রকার।

১. আধান নিরপেক্ষ লিগ্যান্ড। 

২. ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। 

৩. ধনাত্মক আধানযুক্ত লিগ্যান্ড। 

১. আধান নিরপেক্ষ লিগ্যান্ডঃ এই লিগ্যান্ডগুলির কোন আধান বা চার্জ থাকেনা। 

যেমনঃ NH₃ ; CO ; NO ; H₂O ; PH₃ ; R-O-R ; R- NH₂ ; 

C₆H₅-NH₂  .

 

২. ঋণাত্মক আধানযুক্ত লিগ্যান্ডঃ

এ ধরনের লিগ্যান্ড ঋনাত্বক চার্জ যুক্ত হয়ে থাকে। 

যেমনঃ  OH- ; Cl- ; CN- ; NO₂- ; SCN-.

৩. ধনাত্মক চার্জযুক্ত লিগ্যান্ডঃ এই লিগ্যান্ড গুলি ধনাত্মক আধানযুক্ত হয়ে থাকে। 

যেমনঃ NO+ ; NO₂+ ; Cl+ .