আটের দশক এক কথায় আধুনিক বাংলা গানের মধ্যমেধার যুগ। কথায় সুরে গায়কীতে সর্বক্ষেত্রে প্রকট হয়ে ওঠে উৎকর্ষের অভাব। পুরােনাে জনপ্রিয় বাংলা গানের রিমেক হতে থাকে। এর আগে সাতের দশকের মাঝামাঝি সময়ে গৌতম চট্টোপাধ্যায়ের পরিচালনায় গঠিত ‘মহীনের ঘােড়াগুলি’ নামক গানের দল ভিন্ন ধারার সংগীত পরিবেশন শুরু করে। কিন্তু তখন সে গান বাংলার সংগীতপ্রেমীরা গ্রহণ করেননি সেভাবে। তারপর রঞ্জনপ্রসাদ কিছুটা পাশ্চাত্য সুরের প্রভাবে বাংলা গানে নতুনত্ব আনার চেষ্টা করলেও তা ফলপ্রসূ হয়নি। এরকম এক দুরবস্থার পর্বে নয়ের দশকের গােড়ায় সুমন চট্টোপাধ্যায়ের তােমাকে চাই নামক ক্যাসেটটি বাংলা গানের জগতে জোয়ার আনে। বাংলা গানের মরা গাঙে আসে কথা ও সুরের ঢেউ। তার সাথে মঞ্চ উপস্থাপনার ক্ষেত্রে নতুন আঙ্গিক, অসাধারণ পৌরুষদৃপ্ত সুরেলা কণ্ঠ, রােমান্টিক আবেদন, প্রতিবাদী সত্তা— সব মিলিয়ে সুমনই নয়ের দশকে বাংলা গানকে ঝকঝকে, স্মার্ট চেহারা দান করেন।
সুমনের পথ ধরে বাংলা গানে প্রবেশ করেন নচিকেতা, অঞ্জন দত্ত, মৌসুমী ভৌমিক প্রমুখ। কথা-সুরের যে জীবনমুখীনতা তাকে স্বীকৃতি জানিয়েই নব্বই-এর দশকে এল বাংলা ব্যান্ডের গান। ‘চন্দ্রবিন্দু’ ‘ভূমি ক্যাকটাস’, ‘লক্ষ্মীছাড়া’, ‘ফসিলস’ বাংলা গানে এক ভিন্ন ধারার সংযােজন ঘটালাে। একুশ শতকেও তারই বহমানতা বজায় রয়েছে।
বাংলা গানে উচ্চাঙ্গ সংগীতের প্রভাব কতখানি বলে তুমি মনে করােযুক্তিসহ আলােচনা করাে।
বাংলা গানের মান বৃদ্ধির ক্ষেত্রে যন্ত্রের প্রয়ােগ কতটা সফল? সহযােগী যন্ত্রীদের সম্পর্কে যা জান লেখাে।
বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম উল্লেখ করে যে-কোনাে একজন সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, বাংলা সংগীতের ধারায় রবীন্দ্র সংগীতের অবদান বিষয়ে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান সংক্ষেপে আলােচনা করাে।
বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলােচনা করাে।
বাংলা গানের ধারায় গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেনের অবদান সম্পর্কে নাতিদীর্ঘ আলােচনা করাে।
বাংলা গানের ইতিহাসে চারণ কবি মুকুন্দদাসের অবদান সম্পর্কে আলােচনা করাে।
বাংলা সংগীতের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলােচনা করাে।
সুরকার ও গীতিকার সলিল চৌধুরীর কৃতিত্ব আলােচনা করাে।
অথবা, বাংলা গানের ধারায় সলিল চৌধুরীর বিশিষ্টতা সম্পর্কে আলােচনা করাে।
লােকগান বলতে কী বােঝ? এর বিষয় বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
অথবা, বাংলা লােকসংগীতের ধারার সংক্ষিপ্ত পরিচয় দাও।
অথবা, বাংলা লােকসংগীত সম্পর্কে আলােচনা করাে।
ভাওয়াইয়া-চটকা গান সম্পর্কে নাতিদীর্ঘ আলােচনা করাে।
Leave a comment