প্রকৃতিতে প্রাপ্ত শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয়ের পদ্ধতি হচ্ছে –
প্রথমে কোন মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা এবং প্রকৃতিতে প্রাপ্ত ঐ আইসোটোপের শতকরা পরিমান গুন দিতে হবে।
এরপর প্রাপ্ত গুনফলগুলিকে যোগ দিতে হবে।
মনেকরি, A একটি মৌল। প্রকৃতিতে এর দুটি আইসোটোপের ভর যথাক্রমে m ও n এবং প্রকৃতিতে এদের শতকরা পরিমান যথাক্রমে p% ও q% হয় তবে A মৌলটির গড় আপেক্ষিক ভর =(m.p + n.q)/100 হবে।
যেমন- প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ আছে। এর একটি আইসোটোপের ভর- 35 এবং অপর আইসোটোপের ভর – 37, প্রকৃতিতে ক্লোরিন – 35 আইসোটোপের শতকরা পরিমান – 75% এবং ক্লোরিন- 37 আইসোটোপের শতকরা পরিমান -25%
ক্লোরিনের গড় আপেক্ষিক ভর
= (35. 75 + 37. 25) /100
= 35.50.
Leave a comment