তড়িৎ বিশোধন পদ্ধতিতে অবিশুদ্ধ নিকেলকে বিশুদ্ধ করা হয়। এ পদ্ধতিতে একটি তড়িৎ কোষে নিকেল সালফেট দ্রবণে অবিশুদ্ধ নিকেল দণ্ডকে অ্যানোড তড়িৎদ্বার হিসেবে এবং 100% বিশুদ্ধ নিকেল ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে দ্রবণে আংশিক নিমজ্জিত করা হয়। এরপর তড়িৎদ্বার দুটিকে বর্তনী দ্বারা যুক্ত করে বিদ্যুৎ সংযোগ প্রবাহ করলে কোষে অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়া সংঘটিত হয়। অ্যানোডে নিকেল ধাতু ইলেকট্রন ত্যাগ করে Ni²+ আয়ন হিসেবে দ্রবণে চলে আসে। অপরদিকে এই Ni²+ আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ধাতব নিকেল হিসেবে ক্যাথোডের গায়ে জমা হয়।
অ্যানোড বা জারণ বিক্রিয়াঃ
Ni —–> Ni²+ + 2e
ক্যাথোড বা বিজারণ বিক্রিয়াঃ
এভাবে নিকেল ধাতুর তড়িৎ বিশোধন করা হয়।
Leave a comment