অক্সিজেন এর ব্যবহার নিম্নরূপঃ 

প্রাণীর শ্বাস – প্রশ্বাস এবং দহন কাজে অক্সিজেন অপরিহার্য। অক্সিজেন ছাড়া মানুষ জীবন ধারণ করতে পারে না। ধাতুর গলন ও জোড়া লাগানোর জন্য, অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপাদনে এবং অসংখ্য শিল্প-কারখানায় অক্সিজেনের ব্যবহার ব্যাপক।