১। ভাববাদ কী?
উত্তরঃ যে মতবাদ অনুসারে বস্তুর অস্তিত্ব মন বা চেতনার ওপর নির্ভরশীল, তাকে ভাববাদ বলে।

২। কে ভাবের জগতকে চিরন্তন বলেছেন?
উত্তরঃ দার্শনিক প্লেটো।

৩। ভাবজগতই পরমসত্তার আসল বাসভূমি – উক্তিটি কার?
উত্তরঃ দার্শনিক প্লেটোর।

৪। Cosmology শব্দটি কোন শব্দ থেকে আগত?
উত্তরঃ গ্রিক শব্দ Kosmos থেকে।

৫। Kosmos শব্দের অর্থ কী?
উত্তরঃ সুশৃঙ্খল বিশ্বজগত।.

৬। যথার্থ জ্ঞান কী?
উত্তরঃ বুদ্ধি ও অভিজ্ঞতার সমন্বিতরূপ।

৭। কয়েকজন অভিজ্ঞতাবাদী দার্শনিকের নাম লিখ?
উত্তরঃ জনলক, বার্কলি এবং ডেভিড হিউম।

৮। “জ্ঞেয় বস্তু মন নির্ভরশীল”-কাদের মতবাদ?
উত্তরঃ ভাববাদীদের মতবাদ।

৯। বিচারবাদী দার্শনিক কে?
উত্তরঃ জার্মান দার্শনিক কান্ট।

১০। বার্কলির ভাববাদ কোন ধরনের?
উত্তরঃ আত্মগত ভাববাদ।

১১। ভাববাদ ও বাস্তববাদ দর্শনের কোন অংশের আলােচ্য?
উত্তরঃ দর্শনের জ্ঞানবিদ্যার আলােচ্য বিষয়।

১২। লাইবনিজের মতে বিশ্বের আদি উপাদান কী??
উত্তরঃ চিৎপরমাণু।

১৩। লাইবনিজ চেতন পরমাণুর নাম দেন কী?
উত্তরঃ মােনাড (Monad)।

১৪। অতীন্দ্রিয় ভাববাদের প্রবক্তা কে?
উত্তরঃ দার্শনিক হেগেল শেলিং।

১৫। কোনটি হেগেলীয় পরামর্শবাদী ভাববাদের বিরুদ্ধে মতবাদ?
উত্তরঃ পুরুষবাদী ভাববাদ।

১৬। কার মতে পরব্রহ্মই চরম তত্ত্ব?
উত্তরঃ দার্শনিক হেগেল শােলিং-এর মতে।

১৭। ভাববাদ অনুযায়ী সত্তার স্বরূপ কেমন?
উত্তরঃ ভাবাত্মক।

১৮। ভাববাদের প্রথম সূত্রপাত হয় কোথায়?
উত্তরঃ ভাববাদের প্রথম সূত্রপাত হয় পাশ্চাত্য দর্শনের ইতিহাসে গ্রিক দার্শনিক এনাক্সগােরাসের মতবাদে।

১৯। বাস্তববাদ কী?
উত্তরঃ যে মতবাদ অনুসারে চেতনা বা মন বা অনুভব নিরপেক্ষ জ্ঞেয় বস্তু সত্তার অস্তিত্ব রয়েছে, তাকে বাস্তববাদ বলে।

২০। আত্মগত ও বস্তুগত ভাববাদের বিরুদ্ধে প্রতিক্রিয়াস্বরূপ উদ্বুদ্ধ হয় কোন বাস্তববাদ
উত্তরঃ নব্য বাস্তববাদ।

২১। জ্ঞান ও জ্ঞানের বিষয় এক ও অভিন’- উক্তিটি কাদের?
উত্তরঃ নব্য বাস্তববাদীদের।

২২। পরব্রহ্মবাদের প্রবর্তক কে?
উত্তরঃ দার্শনিক হেগেল।

২৩। অধিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Metaphysics।

২৪। বুদ্ধিবাদ অনুসারে জ্ঞানের উৎস কী?
উত্তরঃ বুদ্ধি।

২৫। গাণিতিক বুদ্ধিবাদের সমর্থক কে কে?
উত্তরঃ ডেকার্ট, স্পিনােজা, লাইবনিজ, ভলফ প্রমুখ।

২৬। বাস্তববাদের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তরঃ Realism

২৭। নব্য বাস্তববাদ অনুসারে জ্ঞান ও বস্তুর মধ্যে কী সম্পর্ক বিদ্যমান?
উত্তরঃ বাহ্য সম্পর্ক।

২৮। ভাববাদ প্রথম কার চিন্তাধারায় পরিলক্ষিত হয়?
উত্তরঃ এনাক্সেগােরাসের চিন্তাধারায়।

২৯। ভাববাদীদের মতে জড়বস্তু কীসের ওপর নির্ভরশীল?
উত্তরঃ মন বা ধারণার ওপর।

৩০। আধুনিক যুগের ভাববাদী দার্শনিক কারা?
উত্তরঃ বার্কলে, ব্রাডলি, ফিকটে, শেলিং, হেগেল।

৩১। “অস্তিত্ব প্রত্যক্ষনির্ভর’ উক্তিটি কার?
উত্তরঃ বার্কলে, ব্রাডলি, ফিকটে, শেলিং, হেগেল।

৩২। আত্মগত ভাববাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জর্জ বিশপ বার্কলি।

৩৩। বার্কলের প্রতিষ্ঠিত ভাববাদ কী নামে পরিচিত?
উত্তরঃ আত্মগত ভাববাদ।

৩৪। অবসিক ভাববাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ ইমানুয়েল কান্ট।

৩৫। লাইবনিজের মতে জগতের আদিম উপাদান কী?
উত্তরঃ চিৎপরমাণু (Monad)

৩৬। বস্তুগত ভাববাদ বা পরমব্রহ্মবাদের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ দার্শনিক হেগেল।

৩৭। হেগেলের মতে পরমাত্মা কীভাবে নিজেকে প্রকাশ করে?
উত্তরঃ পরমাত্মা জীবাত্মার মধ্যদিয়েই নিজেকে প্রকাশ করে।

Rate this post