সাবান ও ডিটারজেন্ট এর মধ্যে পার্থক্য নিম্নরূপঃ 

১. সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি এসিডের  সোডিয়াম বা পটাশিয়াম লবন। অপরদিকে, ডিটারজেন্ট হচ্ছে উচ্চতর হাইড্রোকার্বনের সোডিয়াম বা পটাশিয়াম এর সালফেট লবণ।

২. সাবান খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে না। 

ডিটারজেন্ট খর পানিতে কাপড় পরিষ্কার করতে পারে। 

৩. সাবান পানিতে কম দ্রবণীয়। 

কিন্তু ডিটারজেন্ট পানিতে বেশি দ্রবণীয়।  

৪. সাবানের পরিষ্কারক ক্ষমতা কম। কিন্তু ডিটারজেন্টের পরিস্কারক ক্ষমতা বেশি।

1.5/5 - (2 votes)