পরম তাপমাত্রা স্কেলঃ 

 -273º C তাপমাত্রাকে শূন্য কেলভিন (0 K) ধরে তাপমাত্রা পরিমাপের জন্য একটি নতুন স্কেল তৈরি করা হয়। একে পরম তাপমাত্রা স্কেল বলে।

চার্লসের সূত্র অনুযায়ী -273º C তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তত্ত্বীয়ভাবে শূন্য হয়ে যায়। 

ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন -273º C তাপমাত্রাকে 0 (শূন্য) কেলভিন ধরে তাপমাত্রা পরিমাপের নতুন এই স্কেল তৈরি করেন। তাঁর নাম অনুসারে একে কেলভিন স্কেল বলা হয়। কেলভিন স্কেলের প্রতি ডিগ্রী সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রীর সমান ধরা হয়। কেলভিন স্কেলকে পরম তাপমাত্রা স্কেল বা Absolute Scale বলা হয়। একে T K দ্বারা সূচিত করা হয়।




পরম তাপমাত্রা স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্কঃ

পরম শূন্য তাপমাত্রা হতে পাই –

    -237º C = 0 K

 বা, ( -237 + 1)º C = ( 0 +1) K

 বা – 272ºC = 1K  [যেহেতু কেলভিন স্কেলের প্রতি ডিগ্রী সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রীর সমান।]

অনুরুপভাবে, 

 (-273 + 273)º C = (0 + 273)K

 বা, 0º C = 273 K

 বা, (0 + t)º C = (273 + t) K

 বা, tºC = (273 + t)K

সুতরাং দেখা যায় সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সাথে 273 যোগ করে পরম তাপমাত্রা বা কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যায়।

Rate this post