তড়িৎ বিশ্লেষণ কালে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে একাধিক আয়ন উপস্থিত থাকলে কোন আয়নটি আগে তড়িৎদ্বারে জারিত বা বিজারিত হবে তা নির্ভর করে আয়নটির সক্রিয়তা সিরিজে অবস্থান। 

সক্রিয়তা সিরিজে যে আয়নটি যত নিচে অবস্থান করে সে আয়নটি তত আগে জারিত বা বিজারিত হবে। 

নিচে ক্যাটায়ন ও অ্যানায়নের সক্রিয়তা সিরিজ উল্লেখ করা হলো। 

ক্যাটায়নের ক্ষেত্রেঃ

K+

Na+

Ca²+

Mg²+

Al³+

Zn²+

Fe²+

Pb²+

Sn²+

H+

Cu²+

Ag+

অ্যানায়নের ক্ষেত্রেঃ

SO₄²-

SO₃²-

Cl-

Br-

I-

OH-

Rate this post