কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন বা যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে সেই ইলেকট্রনের সংখ্যাকে ঐ মৌলের যোজনী বলে।

পর্যায় সারণির গ্রুপ-2 এর মৌলসমূহের  ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন বিদ্যমান থাকে।
 ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :

Be(4) —> 1s² 2s²
Mg(12) —> 1s² 2s² 2p⁶ 3s²
Ca(20) —> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s²

 

 

ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায়, গ্রুপ-2 এর মৌলগুলির শেষ কক্ষপথে দুটি করে ইলেকট্রন বিদ্যমান রয়েছে। 

সুতরাং মৃৎক্ষার ধাতু বা গ্রুপ-2 মৌলসমূহের যোজনী 2 বা নির্দিষ্ট।

Rate this post