হাইড্রোজেন ও অক্সিজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে যে সেল তৈরি করা হয় তাকে হাইড্রোজেন ফুয়েল সেল বলে।
হাইড্রোজেন ফুয়েল সেলে হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। যেখানে অ্যানোডে হাইড্রোজেন গ্যাস জারিত হয় এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস বিজারিত হয়।

অ্যানোড বিক্রিয়াঃ
   

2H₂(g)+4OH-(aq) —–> 2H₂O(l)                                        +4e-

 ক্যাথোড বিক্রিয়া :
    

O₂(g)+2H₂O(l)+4e-  ——> 4OH-

হাইড্রোজেন ফুয়েল সেলে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে পানি ব্যবহার করা হয়।

Rate this post